‘অ্যানিমেল’ নিয়ে সমালোচকদের একহাত নিলেন পরিচালক

‘অ্যানিমেল’ নিয়ে সমালোচকদের একহাত নিলেন পরিচালক

বিনোদন

ডিসেম্বর ১২, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ

বাস্তবধর্মী সিনেমার পথপ্রদর্শক বলিউডের বিতর্কিত পরিচালক রাম গোপাল বর্মা। ‘জঙ্গল’ থেকে ‘সরকার’, ‘সত্যা’, ‘রঙ্গিলা’ এবং ‘কোম্পানির’ মতো একের পর এক বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। রাম হিন্দি, তেলুগু এবং তামিলের পাশাপাশি অন্যান্য অনেক ভাষায় সিনেমা বানিয়েছেন। এবার দরাজ গলায় সদ্য মুক্তি পাওয়া ছবি ‘অ্যানিমেলের’ প্রশংসা করলেন রামগোপাল। ছবির সমালোচকদের রীতিমতো একহাত নিলেন তিনি।

‘অ্যানিমেল’ বিষয়ে বর্মা বলেন, ‘অ্যানিম্যাল’ প্রমাণ করে দিয়েছে, সমালোচকদের মতামত কোনো ছবির বক্স অফিস সাফল্যকে কোনোভাবেই প্রভাবিত করে না।

তিনি বলেন, ‘যে ছবি নিয়ে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে, সেটাই বক্স অফিসে সবচেয়ে বেশি রোজগার করছে। এটাই প্রমাণ করে, বক্স অফিসে সাফল্যের ক্ষেত্রে সিনেসমালোচকদের ভূমিকা কতটা নগণ্য। তারা জানেনই না দর্শক কোন ছবি পছন্দ করবেন।’

বর্মা আরও বলেন, ‘এবার তো সিনেসমালোচকরা ছবির পরিচালকের চেয়ে বেশি দর্শকের ওপর রেগে রয়েছেন। সমালোচকদের সবার উচিত বারবার ‘অ্যানিমেল’ দেখা, যাতে তারা নিজেদের ভাবনাচিন্তার মান আরও উন্নত করতে পারেন।’

তিনি বলেন, ‘সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবির বিষয়বস্তু নিয়ে, ছবিতে রণবীরের চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে ও হবেও। এমনকি, ছবির বক্স অফিস পরিসংখ্যান নিয়েও বিতর্ক তৈরি হবে। তবে সন্দীপ যে এভাবে নৈতিক ভন্ডামির মুখোশ টেনে খুলে ফেলার সাহস দেখিয়েছেন, তাকে কুর্নিশ। ছবিতে মেদহীন সত্যকে তুলে ধরেছেন তিনি। এটা শুধু একটা ছবি নয়, এটা একটা সামাজিক বার্তা।’

বঙ্গার পাশাপাশি রণবীরেরও দরাজ প্রশংসা করেন বলিউডের বিতর্কিত পরিচালক বলেন, ‘ছবিতে মারামারি দৃশ্যে যখন আমরা সবাই ভাবছি কী হতে চলেছে, তখন রণবীর ওই বিশালাকার মেশিন গান নিয়ে হাজির হয়। ওই দৃশ্য সন্দীপের সিনেম্যাটিক বোধের পরিচয়।’

ছবিতে রণবীরের অনাবৃত দৃশ্যের জন্য পরিচালককে ‘জিনিয়াস’ তকমা দেন বর্মা। পরিচালকের দাবি, রণবীর ‘অ্যানিমেলে’ যে অভিনয় করেছেন, তার জন্য তিনি অভিনেতার জুতা চাটতেও রাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *