ইসির নিবন্ধন পেল দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থা

জাতীয় স্লাইড

সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৬৬টিকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ৬৬টি সংস্থাকে পরবর্তী ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছে ইসি। অর্থাৎ তাদের মেয়াদকাল হচ্ছে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ও পরে ১৯৯টি ও ১১টি সংস্থা পর্যবেক্ষক হওয়ার আবেদন জানায়। গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে আপত্তি আহ্বান করে সংস্থাটি। এর মধ্যে দুটি সংস্থার নামের সঙ্গে অন্য সংস্থার নামের মিল থাকায় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অন্যদের নিবন্ধন দেওয়া হলো।

২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সেই সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *