নিশ্চিত হলো এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত তালিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের বিপক্ষে আফগানিস্তানের টার্গেট ছিল ২৯২ রান। ৩৭.১ ওভার পর্যন্ত সুযোগ ছিল তাদের। শেষ বল পর্যন্ত কক্ষপথেই ছিলেন আফগানরা। তবে এক বলে তিন রান নিতে ব্যর্থ হওয়া আর হিসাবের গরমিলে আফগানিস্তানকে দেখা যাবে না শেষ চারের লড়াইয়ে।
আজ লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে।
এক নজরে সুপার ফোরের সময়সূচি
সুপার ফোরের লড়াই শেষে শীর্ষে থাকা দুদল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বরের সেই ফাইনালও হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।