গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বৈধতা নেই : ম্যাক্রোঁ

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বৈধতা নেই : ম্যাক্রোঁ

আন্তর্জাতিক

নভেম্বর ১৫, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা এবং বর্বর অপরাধযজ্ঞের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েল যা করছে তার কোনো বৈধতা বা যৌক্তিকতা নেই।

প্রেসিডেন্টের ম্যাক্রোঁর এই বক্তব্যের মধ্যদিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েলের ওপর পশ্চিমা চাপ প্রকাশ্য হলো। এর আগে গত শুক্রবার বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে শিশু হত্যার কঠোর সমালোচনা করেছিলেন।

নতুন এক সাক্ষাৎকারের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পরিষ্কার করে বলেছেন, এইসব শিশু, নারী এবং বৃদ্ধদের বোমা মেরে হত্যা করছে ইসরায়েল। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো বৈধতা নেই। ফলে আমরা শিগগিরই এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাই।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে ইসরায়েল-বিরোধী জনমত গড়ে উঠেছে এবং ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের বক্তব্য দিলেও ইসরায়েলের ক্ষোভ ও প্রতিবাদের মুখে অনেকটাই পিছু হটেন। তারপরেও ম্যাক্রন নতুন করে গাজা যুদ্ধের ব্যাপারে ইসরায়েলকে সমালোচনা করে বক্তব্য দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *