কবির আহমেদ

গায়েবী মামলায় হয়রানী ব্যবসায়ী কবির আহমদকে, ৪৫ বছর ধরে বিদেশে বসবসকারী ভাইও আসামী

আইন-আদালত স্লাইড

ডিসেম্বর ১২, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন জায়গায় মামলা নিয়ে বাণিজ্য চলছে। এমনই একটি মামলায় আসামী করা হয়েছে ব্যবসায়ী কবির আহমেদকে।

জাতীয়তাবাদী আদর্শের এই ব্যবসায়ী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা থেকে দেশে ফিরেছেন জুলাই অভ্যুত্থানের অনেক পরে। কিন্তু তার নামে দুইটি মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। রাজধানীর বাড্ডা ও মতিঝিল থানার এই মামলায় কবির আহমেদের কোম্পানী ম্যানেজার বিদ্যুৎ ঘোষকে আসামী করা হয়েছে।

শুধু তাই নয়, ৪৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা তার ভাই মুসা আহমেদকেও আসামী করা হয়েছে এই মামলাগুলোতে। ভূয়া এই গায়েবী মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মমলার আসামী হওয়ার খবরে মর্মহত কবির আহমেদ ও তার প্রবাসী ভাই মুসা আহমেদ।

করিব আহমেদ জানান, আমি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী বলে বিগত ১৬ বছরে অনেক হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ জন্য দেশে ফিরে কাজে মনোনিবেশ করেছি। দেশে ফেরার আড়াই মাস পর জানতে পারলাম আমার নামে হত্যা মামলা হয়েছে।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ একটি গ্রুপ হয়রানীর উদ্দেশ্যে এই মামলা করেছে। যারা এই গায়েবী মামলার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। গায়েবী মামলার হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে আবেদন করেছি। আশা করি তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

কবির আহমদ বলেন, কুচক্রি মহল মামলার পাশাপাশি আমাদের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট খবর প্রকাশ করছে।

তিনি আরও জানান, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বিগত ৪৯ বছর যাবৎ পাট রপ্তানী করে জাতীয় অর্থনীতিতে অসাধারণ ভূমিকা রাখছে। এ জন্য ‘জাতীয় রপ্তানী ট্রফি (স্বর্ণ পদক) পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *