সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ
উপহার হিসাবে চকলেট রয়েছে মানুষের পছন্দের তালিকায়। বিভিন্ন কারণে মানুষ একে অন্যকে উপহার হিসাবে চকলেট দিয়ে থাকে। তবে চীনে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা।
সম্প্রতি চীনের একটি কিন্ডারগার্টেনে উপহার হিসাবে এক ছাত্রের দেওয়া চকলেট বক্স গ্রহণ করেন অধ্যক্ষ। তাতেই চাকরি চলে গেছে চংকিংয়ের সানক্সিয়া কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ওয়াংয়ের।
শিক্ষক দিবসে এক শিশুর কাছ থেকে ওই উপহার গ্রহণ করেছিলেন তিনি। ওই বক্সের মূল্য ছিল ৬০ টাকার মতো। মূলত দেশটিতে শিক্ষার্থীদের থেকে কোনো ধরনের অর্থ বা উপহার নেওয়া সম্পূর্ণ বেআইনি। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র; সাউথ চায়না মর্নিং পোস্ট