চ্যাটজিপিটি ব্যবহারে কর্মীদের মাইক্রোসফটের নিষেধাজ্ঞা

চ্যাটজিপিটি ব্যবহারে কর্মীদের মাইক্রোসফটের নিষেধাজ্ঞা

বিজ্ঞান ও প্রযুক্তি

নভেম্বর ১৫, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ

ওপেনএআইতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। তবে এবার নিজের কর্মীদেরই এটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিল কোম্পানিটি।

সফটওয়্যার কোম্পানিটি সম্প্রতি চ্যাটজিপিটি ব্যবহার থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, নিরাপত্তা ও ডাটাসংক্রান্ত উদ্বেগের কারণে কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, তারা একটি স্ক্রিনশট হাতে পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাইক্রোসফটের করপোরেট ডিভাইসগুলো থেকে চ্যাটজিপিটিতে প্রবেশ করা যাচ্ছে না। যদিও এ বিষয়ে জানতে মাইক্রোসফট ও ওপেনএআই কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও তারা ওপেনআইতে বিনিয়োগ করেছে এবং চ্যাটজিপিটির অনিরাপদ ব্যবহার রোধে অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। তার পরও ওয়েবসাইটি একটি ‘‌থার্ড পার্টি এক্সটার্নাল’ পরিষেবা। এটি ব্যবহারের সময় অবশ্যই গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এটি মিডজার্নি বা রেপ্লিকার মতো অন্য যেকোনো এক্সটার্নাল পরিষেবাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

কোম্পানিটি প্রাথমিকভাবে বলেছিল, এটি চ্যাটজিপিটি ও ডিজাইন সফটওয়্যার ক্যানভা নিষিদ্ধ করেছে। কিন্তু পরে সেই পণ্যগুলো অন্তর্ভুক্ত করে নির্দেশনার একটি লাইন সরিয়ে দিয়েছে। এই বিবৃতি প্রাথমিক প্রকাশের পর মাইক্রোসফট চ্যাটজিপিটিতে প্রবেশাধিকার পুনঃস্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *