‘জনগণের সম্পদ চুরি করে যারা খায়, তারা জাহান্নামের আগুন খায়’

‘জনগণের সম্পদ চুরি করে যারা খায়, তারা জাহান্নামের আগুন খায়’

রাজনীতি

জানুয়ারি ২০, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের সম্পদ চুরি করে যারা খায়, এটা কোনো বৈধ সম্পদ নয়, তা জাহান্নামের আগুন। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় এইভাবে এক শ্রেণির মানুষ হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবী জুড়ে পশ্চিমা সভ্যতা যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে, তা ভোগবিলাসের অর্থ ব্যবস্থা এবং গরীবের রক্ত শোষণ করে বড়লোকদের আরাম আয়েশের ব্যবস্থা। আর এই অর্থ দিয়ে রাজনৈতিকভাবে পশ্চিমারা গোটা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করছে। এই ব্যবস্থাকে উৎখাত করার জন্যে একমাত্র বিকল্প ইসলাম ও খেলাফত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *