জামাই হলেন অধিনায়ক, যা বললেন আফ্রিদি

জামাই হলেন অধিনায়ক, যা বললেন আফ্রিদি

খেলা

নভেম্বর ১৭, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

সেমিফাইনালের দৌঁড়ে সর্বোচ্চটা দিয়েই যুদ্ধ করেছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ছিটকে পড়ে দলটি। বিশ্বকাপ মিশন শেষে জাতীয় দলের সব ফরম্যাটের দায়িত্ব ছাড়েন বাবর আজম। তার নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হন শান মাসুদ। এদিকে টি-২০তে  শাহিন শাহ আফ্রিদি।

ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়ক হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, তার বড় মেয়ের জামাতা শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানানোর ব্যাপারে কোনো সুপারিশ কিংবা ওকালতি তিনি করেননি।

বরং আপাতত বাঁহাতি এ পেসারকে অধিনায়কত্ব থেকে দূরে রাখার পক্ষে ছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা যায় শাহিনের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন শ্বশুর শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘আমি সব সময় মোহাম্মদ রিজওয়ানের (অধিনায়ক হওয়ার) পক্ষে ছিলাম। শপথ করে বলছি, শাহিনকে অধিনায়ক বানানোর চেষ্টায় কারও সঙ্গে কথা বলিনি কিংবা কোনো রকম তদবিরও করিনি। আমি এসবের সঙ্গে জড়িত নই। এসব করার দরকারও নেই আমার, আর এগুলো পছন্দও করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *