টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হাসারাঙ্গা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হাসারাঙ্গা

খেলা

আগস্ট ১৫, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতেই টেস্ট ছাড়লেন এ স্পিন অলরাউন্ডার।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়, রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতেই সাদা পোশাকের ক্রিকেট থেকে নিজেকে সরে নিয়েছেন হাসারাঙ্গা। ইতোমধ্যে নিজের সিদ্ধান্তটি শ্রীলংকান ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।

টেস্ট থেকে অবসর নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, শর্টার (ওয়ানডে ও টি-২০) ফরম্যাটের ক্রিকেটেই নিজের সেরাটা দিতে চান তিনি।

জাতীয় দলের জার্সিতে মাত্র ৪ টেস্ট খেলেছেন হাসারাঙ্গা। এর মধ্যে ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে পেয়েছেন ৪ উইকেট।

টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে এবং টি-২০তে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৫ম স্থানে আছেন তিনি। ওয়ানডেতে আছেন ৮ম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *