ঢাবির ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

ঢাবির ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর

শিক্ষা

সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবি সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেটের এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। সিন্ডিকেট সভাকে এ বিষয়ে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *