সেপ্টেম্বর ১, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ
বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় প্রায় আড়াই মাস ধরে কোন কাজ করছেন না এ অভিনেত্রী। সর্বশেষ গত ঈদুল আজহায় ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি নাটকের শুটিং করেছিলেন। তারপর আর কোনো শুটিংয়ে অংশ নেননি।
কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখেছি। কবে শুটিং শুরু করতে পারব, এখনই বলা যাচ্ছে না। আমিও অপেক্ষায় আছি ভালো গল্প দিয়ে কাজের ফেরার। এছাড়া কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছি।’ নাটকে কাজ করলেও সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সিনেমার কাজের কথাবার্তা মোটামুটি চ‚ড়ান্ত হয়ে আছে। চলতি বছরের শেষে গিয়ে কাজ শুরুর কথা ছিল। কিন্তু সেটি মনে হয় হবে না। কয়েক মাস ধরে দেশের পরিস্থিতির কারণে পিছিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।’