ফোন বাড়িতে রেখে অনেক সময় আমরা বাহিরে চলে আসি। কিন্তু আপনার ফোনের কোনো অ্যাপ আছে যা বাড়ির লোক দেখে নিলে সমস্যা। আবার এমন হতে পারে ফোন চুরি হয়ে গেলে ব্যক্তিগত নানান তথ্য থাকে ফোনে। যা বেহাত হতে পারে যে কোনো সময়।
অন্য জায়গায় থেকে ফোনের অ্যাপ ডিলিট করার এই ফিচার বহু মানুষের কাজে আসতে পারে। এরই মধ্যে ফিচারটি রোল আউট করা শুরু করে দিয়েছে। তাই এখনই হয়তো আপনার ফোনে এই ফিচার আসবে না। আর কিছুদিন অপেক্ষা করতে হবে।
মূলত ফোন চুরি হয়ে গেলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে, তা রুখতে নতুন ফিচার আনছে অ্যান্ড্রয়েড। এবার টাচ না করেই ডিলিট করা যাবে অ্যাপস। ব্যবহারকারীকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে না কোনো অ্যাপস। গুগল প্লে-স্টোরে নতুন আপডেট আনা হচ্ছে, সেখানেই পাওয়া যাবে এই সুবিধা।
কীভাবে দূর থেকেই ফোনের অ্যাপ ডিলিট করতে পারবেন দেখে নিন-
১. এজন্য প্রথমে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্লে-স্টোরে লগইন করতে হবে।
২. তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ট্যাপ করুন।
৪. যে ডিভাইসটি মুছে ফেলতে চান সেটা সিলেক্ট করুন।
৫. তারপর আনইনস্টল বাটনে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে।
৫. এভাবে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসের অ্যাপ ডিলিট করতে পারবেন।