নভেম্বর ৬, ২০২৩ ৯:৫৫ পূর্বাহ্ণ
দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। গেল সপ্তাহে সর্বকালের সব রেকর্ড ভাঙার পর চলতি সপ্তাহে আবারো ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। এর ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।
রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ানোয় এ দাম বাড়ানো হয়েছে। সোনার নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৩২৫ টাকা।
এদিন সোনার দাম বাড়ানোর ঘোষণা এলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২৬ অক্টোবর সবশেষ সোনার দাম পুনর্নির্ধারণ করে বাজুস।