নভেম্বর ১২, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ
চলতি মৌসুমে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। ক্লাবটির হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নামতে পেরেছেন ব্রাজিলিয়ান সুপার স্টার। এরপরই ইনজুরির কারণে ছিটকে যান তিনি।
সুস্থ হয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে ফেরেন নেইমার। তবে উরুগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে খেলতে গিয়ে পুনরায় ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে বড় সময়ের জন্য ছিটকে যান এ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে নেইমার ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ধারণা করা হচ্ছে নেইমার মিস করতে পারেন আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার আসরও। এমতাবস্থায় ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি ক্লাব আল হিলাল।
সৌদি আরবের আউটলেট আরিয়াদিয়াহের বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানাচ্ছে, চলতি মৌসুমেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে ক্লাবটি। নেইমারের ইনজুরির কারণে একজন বিদেশি কম নিয়ে খেলা চালিয়ে যেতে হচ্ছে।
সৌদি লিগের নিয়মানুযায়ী ৮ জন বিদেশি ফুটবলারকে সই করানো যায়। নেইমার না থাকায় দলে এখন সাত জন বিদেশি রয়েছেন। তাই সৌদি ক্লাবটি ব্রাজিলিয়ান পোস্টার বয়ের জায়গায় অন্য কোনো বিদেশি স্ট্রাইকারকে নিতে চাইছে।
তবে সেটা শুধু এই মৌসুমের জন্য। নেইমার সুস্থ হলে পরের মৌসুমে পুনরায় তাকে ফিরিয়ে নেবে ক্লাবটি।