পাত্রের বয়স ১০০, পাত্রীর ১০২; বিরল এই বিয়ে গড়লো বিশ্বরেকর্ড

পাত্রের বয়স ১০০, পাত্রীর ১০২; বিরল এই বিয়ে গড়লো বিশ্বরেকর্ড

চিত্র-বিচিত্র স্পেশাল

ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ

বিয়ের মৌসুম চলছে। এরই মধ্যে রেকর্ড গড়ার মতো এক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কারণ বরের বয়স ১০০ বছর এবং কনের বয়স ১০২ বছর। পাত্র-পাত্রীর নাম বার্নি লিটম্যান ও মার্জরি ফিটারম্যান। এর আগে এত বয়স্ক কোনো দম্পতিই বিয়ে করেননি। তাই এই বিয়ে বিশ্বের অন্যতম বয়স্ক দম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি, বার্নি লিটম্যান এবং মার্জরি ফুটারম্যানের মোট বয়স ২০২ বছর, যা নিজেই একটি বড়সড় রেকর্ড। আশ্চর্যের বিষয় হল, তারা দুজনেই পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। এসময় তাদের একে অপরের সঙ্গে দেখা হয়নি। পেশাগত জীবনে, বার্নি একজন ইঞ্জিনিয়ার এবং মার্জরি পেশায় একজন শিক্ষিকা ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের গল্প এটি। তাদের বিয়ে ৩ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় দশ বছর আগে তাদের দেখা হয়েছিল একটি সিনিয়র সিটিজেন সেন্টারে। এদিন সেন্টারে একটি কস্টিউম পার্টির আয়োজন করা হয়। সেখানেই দেখা হওয়ার পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তারা।

প্রায় দশ বছরের বেশি সময় ধরে প্রেমের পর, সম্প্রতি তারা বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর কেন্দ্রের পরিচালক ও পরিবারের সদস্যরা তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। ২০২৪ সালের মে মাসে পরিবার, পরিজনদের উপস্থিতিতে বিয়ে করেন।

প্রসঙ্গত, আমেরিকার মিডিয়ার মতে, বার্নি এবং মার্জরি উভয়েই একটি সুন্দর জীবন, ভরাট সংসার ফেলে এসেছেন। এর আগেও তারা বিয়ে করেছিলেন। তাদের সঙ্গীররা মারা যান। সন্তানও রয়েছে। যদিও সন্তানরা এখন আলাদা থাকেন। এমন পরিস্থিতিতে, বার্নির নাতনি সারাহ সিকারম্যান বলেছেন যে তিনি তাদের সম্পর্ক নিয়ে খুব খুশি। সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *