পানি দেখে আনন্দে ভাসল ‘মরুভূমির জাহাজ’, ভিডিও

পানি দেখে আনন্দে ভাসল ‘মরুভূমির জাহাজ’, ভিডিও

চিত্র-বিচিত্র

উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’। কারণ, উট মরুভূমিতে ৬ থেকে ১০ দিন পর্যন্ত কোনো খাবার, এমনকি পানিও গ্রহণ না করে বেঁচে থাকতে পারে! এদের নাক, কান ও চোখ এমনভাবে গঠিত যে মরুভূমির ধূলিকণা কর্তৃক এরা খুব সহজে আক্রান্ত হয় না! মরুযাত্রীদের কাছে তাই উট খুবই উপকারী আর প্রয়োজনীয় একটা প্রাণী!

কিন্তু বাঁচতে গেলে বা জীবন রক্ষার্থে তো পানি অবশ্যই দরকার। কারণ পানির অপর নাম যে জীবন।

পুরোপুরি পানি ছাড়া কোনো প্রাণীর পক্ষেই থাকা সম্ভব নয়। মরু অঞ্চলে পানির অতি অভাব দেখা দিলে মাঝে মধ্যে তেমন পরিস্থিতিও তৈরি হয়। পানি না পেয়ে তখন অসুস্থ হয়ে পড়ে কম পানিতে বেঁচে থাকতে শেখা প্রাণীও। এক ব্যক্তি সেই পরিস্থিতিতেই পানির ট্যাঙ্কার এনে হাজির করেছিলেন মরুভূমিতে। তার পরে কী হয়েছিল, তার একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় ট্যাঙ্কার থেকে ঝড়ঝড়িয়ে পানি পড়ছিল বালির উপর। আর সেই পানির ওপর লুটোপুটি খাচ্ছে দু’টি উট। আনন্দের সীমা নেই তাদের। লম্বা গলা বাড়িয়ে পানিতে মুখ ভেজাচ্ছে, ভিজে বালিতে গা এলিয়ে পানির ছিটে সারা গায়ে মেখে নিচ্ছে প্রাণী দুটি। পানি দেখে তাদের এই আনন্দের বহিঃপ্রকাশের সঙ্গে নিজেদের গরমের কষ্ট জুড়েছেন নেটাগরিকেরা।

ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেখানে লিখেছেন, এই গরমের আমাদেরও এই উটেদের মতোই অবস্থা। আবার পশুপ্রেমীরাও এই ভিডিওর প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *