ফারহার বাড়ি কেমন সাজালেন শাহরুখপত্নী, যা বললেন কোরিওগ্রাফার

ফারহার বাড়ি কেমন সাজালেন শাহরুখপত্নী, যা বললেন কোরিওগ্রাফার

বিনোদন স্পেশাল

জানুয়ারি ২০, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

গৃহসজ্জাশিল্পী হিসাবে মুম্বাইয়ে বেশ জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখপত্নী গৌরী খান। কিং খানের স্ত্রী হয়েও অভিনয়ের প্রতি আগ্রহ দেখাননি কোনো দিন। বরং তার রুচি ও পেশা অন্দরসাজ নিয়েই। তা নিয়েই কর্মজীবনে এগিয়েছেন গৌরী।

বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের থেকে শুরু করে বলিউড ফিল্মজগতের সঙ্গে যুক্ত বিভিন্ন চিত্রতারকার বাড়িতে গৃহসজ্জার কাজ করে থাকেন তিনি। অন্দরসজ্জা নিয়ে গৌরীর শিল্পসত্তার প্রশংসা করেন অনেকেই। সেই তালিকায় এবার নাম যুক্ত হলো  ‘প্রিয় বন্ধু’ কোরিওগ্রাফার ফারহা খানেরও।

গৌরী খানের পরিচালনায় হোম-ডেকর শো ‘ড্রিম হোম উইথ গৌরী খান’-এ গিয়ে ফারহা বলেছেন— কীভাবে বন্ধু গৌরী তার অগোছালো বাড়ির ভোল পালটে দিয়েছেন। ফারহা খান বলেন, আগে লোখান্ডওয়ালার একটি অগোছালো বাড়িতে থাকতাম। আর এখন মনে হচ্ছে ইতালিতে আছি।

নিজেকে নিয়ে মজা করতেও ভালোবাসেন ফারহা। তিনি বলেন, তিন সন্তানকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। খুদেরা ঘরদোরে যা তাণ্ডব চালায়, তা আর বলার নয়। দেয়ালের রঙ তো আগেই চটেছে, সোফা-চেয়ার, টেবিল— সবকিছুই তথৈবচ দশা। আগে খুদেদের ঘরের দেয়ালের রঙ ছিল গাঢ় নীল। তাতে আবার ছোপ ধরেছিল।

মাটিতে ১২ বছরের পুরোনো কমলা রঙের কার্পেট। রঙ উঠে তার যা দশা হয়েছিল, বলার নয়। একটি ঘরের সঙ্গে অন্য ঘরের রঙের কোনো সামঞ্জস্যই ছিল না। আর পাঁচজন তারকার ঘরের দেয়ালে শোভা পায় দামি ফটোফ্রেম, আর তার ঘরের দেয়ালজুড়ে শোভা পাচ্ছিল খুদেদের হিজিবিজি সব আঁকা।

এ কোরিওগ্রাফার বলেন, কোন ঘর কেমনভাবে সাজাতে হবে, তা বুঝতে না পেরে তেমনভাবেই ছেড়ে দিয়েছিলাম। বাড়িতে অতিথিরা এলে অস্বস্তিই হতো। তাই বাড়ি সাজিয়ে দেয়ার দায়িত্ব দিলাম গৌরীকেই। আর ওর হাতের ছোঁয়ায় গোটা বাড়িই আমূল বদলে গেল। এখন নিজের বাড়িই চিনতে পারছি না।

ফারহার বাড়ি নতুন করে সাজার চ্যালেঞ্জ গ্রহণ করেন গৌরী। নীল রঙের দেয়ালকে সাজিয়েছেন সুন্দর ওয়ালপেপার দিয়ে। পুরোনো সোফা-কার্পেট-চেয়ার বাতিল করে উজ্জ্বল রঙের কাঠের আসবাবে ঘর সাজিয়েছেন তিনি। সাদা ও ধূসর রঙের ছোঁয়ায় প্রতিটি ঘরেই দিয়েছেন আভিজাত্যের ছোঁয়া।

অন্দরসজ্জায় গৌরীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণত গাছপালা দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন গৌরী। উজ্জ্বল রঙও পছন্দ তার। ফারহার বাড়িটিও তেমনভাবেই সাজিয়েছেন শাহরুখপত্নী। বসার ঘর পেল্লায় টিভি ও হোম থিয়েটার বসিয়েছেন। সোফার রঙের সঙ্গে মিলিয়ে পর্দার রঙ বেছেছেন।

ফারহা খান বলেন, এখন বসার ঘরটিকে দেখলে আর আগের মতো আস্তাকুঁড় মনে হচ্ছে না। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পর্দা, দেয়ালের রঙ— সবকিছুর মধ্যেই শিল্পের ছোঁয়া রয়েছে বলে জানান এ কোরিওগ্রাফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *