গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) তরুণ কলাম-লেখক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা। সাধারণ সম্পাদক করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেহেনুমা সেহেলি কবিরকে।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইস ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বশেমুরবিপ্রবি শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের জন্য সভাপতি হিসেবে জুবায়েদ মোস্তফা ও সাধারণ সম্পাদক হিসেবে রেহেনুমা সেহেলি কবিরকে মনোনয়ন দেওয়া হলো।
এছাড়া বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেবেন।
এ বিষয়ে জুবায়েদ মোস্তফা বলেন, তরুণ লেখকদের কারখানা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বশেমুরবিপ্রবি শাখার সভাপতি নির্বাচিত হওয়া অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আশা করি স্পৃহা, নব উদ্যম, একাগ্রতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি এবং শাখার গতি ত্বরান্বিত করতে চেষ্টা অব্যাহত থাকবে।