‘বিপিএল আয়োজন করা উচিত হয়নি’

‘বিপিএল আয়োজন করা উচিত হয়নি’

খেলা স্পেশাল

জানুয়ারি ২০, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে একের পর এক বিতর্কে সাধারণ ক্রিকেটপ্রেমীরা অতিষ্ঠ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেহারা বদলে গেলেও বিপিএলের হাল সেই আগের মতোই রয়ে গেছে।

এখনো পারিশ্রমিক জটিলতায় খবরের শিরোনাম হয় বিপিএল। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জনের মতো সিদ্ধান্তও নিয়েছিলেন একটি দলের ক্রিকেটাররা। এছাড়া টিকিট নিয়ে অব্যবস্থাপনাসহ আরও নানা কারণে বিপিএল নিয়ে এবারও বিতর্কের শেষ নেই।

তাই সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে, এবার বিপিএল আয়োজন না করলেও চলত কিনা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান অন্তত তাই মনে করেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘অনেক প্রশ্নের জন্ম হচ্ছে, এটা আসলে ঠিক না। বিপিএলের ইতিহাসের জন্য এটা ঠিক না। এমন পরিস্থিতিতে বিপিএলটা করাই উচিত ছিল না এ বছর। ড্রপ দেওয়া উচিত ছিল।’

এছাড়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা আসলে কতটা ক্রিকেটের টানে বিনিয়োগ করেন, সেটা নিয়েও প্রশ্ন আছে ফরচুন বরিশালের কর্ণধারের, ‘হয়তো বিখ্যাত হওয়ার জন্য, মিডিয়া কভারেজ পাওয়ার জন্য এক বছরের জন্য টিম কিনল। একবার টিম নিয়ে যখন দেখল যে ১০ কোটি টাকা নাই, এর পরবর্তীতে কেউ আর আসে না। বিসিবির পক্ষ থেকেও কোনো ঘোষণা নেই।’

সবমিলিয়ে বিসিবি আর ফ্র্যাঞ্চাইজিদের গা ছাড়াভাবের কারণে বরাবরই নেতিবাচক কারণে শিরোনাম হয় বিপিএল। গত আগস্টে বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন আসার পর অনেকেই আশা করছিলেন হয়ত এবারের বিপিএলে নতুন দিনের জয়গান দেখা যাবে। বিসিবির কর্তাব্যক্তিরাও ‘অন্যরকম’ বিপিএলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আদতে পারিশ্রমিক জটিলতাসহ বিপিএলের পুরোনো রোগগুলো এখনো সারানো সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *