বিশ্বের প্রথম জলবায়ু মামলা শুনানি

বিশ্বের প্রথম জলবায়ু মামলা শুনানি

আন্তর্জাতিক স্লাইড

জাতিসংঘের সামুদ্রিক আদালতে সোমবার বিশ্বের প্রথম জলবায়ু মামলার শুনানি হয়। মহাসাগরগুলোর সুরক্ষা চেয়ে ৯টি ছোট দ্বীপরাষ্ট্রের নেতারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (আইটিএলওএস) মামলার পরিপ্রেক্ষিতেই এ শুনানি হয়।

আইটিএলওএস বাদী দ্বীপদেশগুলোর মধ্যে রয়েছে ভানুয়াত, বাহামা, পালাউ, নিউ, টুভালু, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিসেন্ট ও গ্রেনাডাইনস। সমুদ্রের বাস্তুতন্ত্র মানব ক্রিয়াকলাপের দ্বারা নির্গত কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ শোষণ করে বৈশ্বিক উষ্ণতাকে সীমিত রাখে। এমনকি মানুষের শ্বাস-প্রশ্বাসের অর্ধেক অক্সিজেন তৈরি করে। কিন্তু ক্রমবর্ধমান উষ্ণতা সমুদ্রের জলকে উষ্ণ ও অম্লীয় করে তুলছে। ফলে সমুদ্রজীবনসহ মানবজীবন হুমকির মুখে পড়তে পারে।

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট চরম তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। টুভালু ও ভানুয়াতুসহ বেশ কয়েকটি দ্বীপ নিমজ্জিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মামলাটি সফল হলে কার্বন নির্গমন হ্রাস ও সামুদ্রিক পরিবেশের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *