নভেম্বর ১১, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নিয়মিত অভিনয় করছেন বিভিন্ন নাটকে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। কাজ করেছেন সিনেমায়ও। তবে হঠাৎ অসুস্থ হওয়ায় কিছুদিন ধরে বিশ্রামে আছেন এ অভিনেতা।
বর্তমানে আগের থেকে তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন এ অভিনেতা। তবে বিশ্রামে থাকবেন আরও কিছুদিন।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতিও রয়েছে জাহিদ হাসানের। কিন্তু নতুন কাজ কিংবা পরিচালনা নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।