ডিসেম্বর ১৩, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
ইসরাইল তার শত্রুদের ধাপে ধাপে পরাজিত করে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর সোমবার (৯ ডিসেম্বর) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন নেতানিয়াহু। প্রায় ১০০ দিনের মধ্যে এটিই তার প্রথম সংবাদ সম্মেলন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু দাবি করেন, ইসরাইল তার শত্রুদের ‘ধাপে ধাপে’ পরাজিত করছে।
তিনি বলেন, ‘আমাদের ওপর চাপিয়ে দেয়া অস্তিত্বের লড়াইয়ে আমরা জয়ী হয়েছি এবং শত্রুদের পরাজিত করেছি।’ এ সময় আসাদের সিরিয়াকে ‘ইরানের অশুভ অক্ষের’ কেন্দ্রীয় উপাদান হিসেবে উল্লেখ করেন তিনি।
গত রোববার সকালে, সিরিয়ার বিদ্রোহীরা দুই সপ্তাহের অভিযানে দামেস্ক দখল করে নেয়। এর মধ্যদিয়ে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে।
নেতানিয়াহু সংবাদ সম্মেলনে বলেন, ‘আসাদকে ক্ষমতায় রাখার জন্য ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। আর আসাদ সরকার তার নাগরিকদের বিরুদ্ধে নিষ্ঠুরতম নির্যাতন চালানোর সুযোগ পেয়েছে। দেশের লাখ লাখ লোককে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘আসাদের সিরিয়া ইসরাইলের প্রতি শত্রুতা ও ঘৃণা পোষণ করেছিল। ১৯৭৩ সালের ইয়োম কিপপুর যুদ্ধে আক্রমণ করেছিল সিরিয়া। যা ইরানি সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ। ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের পাইপলাইনও ছিল সিরিয়া।’
নেতানিয়াহু তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ‘আসাদের পতন হয়েছে; কারণ আমরা হামাস, হিজবুল্লাহ এবং ইরানের ওপর ক্রমাগত হামলা চালিয়েছি।’
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইল পরিকল্পিত, পরিমিত ও কার্যকর হামলা চালিয়েছে যাতে ইরানের অক্ষ ভেঙে যায়।
গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল এখন হামাসের সামরিক শাখার শেষ অংশ ধ্বংস করার অপেক্ষায় আছে এবং সেখানে আটক জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কাজ করছে।’
লেবানন প্রসঙ্গে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ছিলেন হিজবুল্লাহ, সিরিয়া ও ইরানের মধ্যে মূল যোগসূত্র। তিনি ছিলেন ‘অক্ষের অক্ষ’। তাকে আঘাত করা মানে পুরো অক্ষকে মারাত্মকভাবে আঘাত করা।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল