মাছের বাজারেও অস্থিরতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে হবে

মাছের বাজারেও অস্থিরতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে হবে

সম্পাদকীয়

আগস্ট ১৫, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে না পেরে নিম্ন ও মধ্যবিত্তের অনেকের খাবারের তালিকা থেকে মাংস আগেই বাদ পড়েছে। ‘গরিবের প্রোটিন’খ্যাত ডিমও এখন দামের দিক থেকে আর গরিবের নেই। আমিষের স্বাদ নিতে অনেকে তেলাপিয়া-পাঙাশের মতো স্বল্পমূল্যের মাছ কিনতেন; তাও এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সোমবার যুগান্তরের খবরে প্রকাশ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে মাছের বাজারও এখন অস্থির। এদের সঙ্গে খুচরা বিক্রেতারা জোট বেঁধে নানা অজুহাতে ইচ্ছামতো পকেট কাটছে ভোক্তার। ফলে তেলাপিয়া ও পাঙাশ মাছের খুচরা মূল্য কেজিতে ১০০ টাকা বেড়েছে। তবে এই বাড়তি দামে মৎস্য চাষির কিন্তু কোনো লাভ হচ্ছে না। লাভ করছেন শুধু বিক্রেতারা।

সম্পাদকীয়, ১৪-০৮-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *