মাতারবাড়ীতে ৬৫ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল আরেকটি জাহাজ

মাতারবাড়ীতে ৬৫ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল আরেকটি জাহাজ

দেশজুড়ে

নভেম্বর ১৩, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা আরো একটি কয়লাবোঝাই জাহাজ। এ নিয়ে কেন্দ্রটির জন্য এলো কয়লাবাহী ১১টি জাহাজ। এর আগে, গত ২৫ এপ্রিল এসেছিল কয়লাবাহী প্রথম জাহাজটি।

রোববার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ।

তিনি জানান, ১ নভেম্বর ইন্দোনেশিয়ার একটি সমুদ্রবন্দর থেকে ৬৫ হাজার টন কয়লাবাহী জাহাজটি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়। জাহাজটি শনিবার রাতে মাতারবাড়ী  বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন সাগরে পৌঁছায়। রোববার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ে। দুপুরের পর জাহাজ থেকে কয়লা নামানো হয়। জাহাজের সব কয়লা নামাতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

প্রকল্প পরিচালক জানান, আগে থেকে কেন্দ্রে দুই লাখ টন কয়লা মজুদ রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট আছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলক চালু হওয়া প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কোনো ধরনের ত্রুটি দেখা না দিলে চালু হওয়া প্রথম ইউনিটে দৈনিক পাঁচ হাজার মেট্রিক টন কয়লা লাগবে। ত্রুটি দেখা দিলে উৎপাদনে কাঁচামালের চাহিদা কিছুটা বাড়ে।

তিনি আরো বলেন, নতুন করে আসা ৬৫ হাজার মেট্রিক টনসহ কেন্দ্রটিতে মজুদ কয়লার পরিমাণ ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। সেই হিসেবে ৫৩ দিনের কয়লা মজুদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *