মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘টাইগার ৩’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘টাইগার ৩’

বিনোদন

নভেম্বর ৭, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ

‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখ খান। এবার আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল আলোচিত সিনেমা ‘টাইগার ৩’। নতুন খবর হল- ভারতের কয়েকটি শহরে স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটির অগ্রিম বুকিং শুরুর পর প্রথম দিনেই ১ কোটি রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান-ক্যাটরিনা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *