যুদ্ধের কারণে সাবিনাদের ম্যাচ স্থগিত

যুদ্ধের কারণে সাবিনাদের ম্যাচ স্থগিত

খেলা

অক্টোবর ২২, ২০২৩ ১:১২ অপরাহ্ণ

চলতি মাসের শেষ দিকে লেবাননের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। আগামী ২৬ ও ২৯ অক্টোবর সেখানে গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনাদের। কিন্তু আপাতত সেটি হচ্ছে না ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে আপাতত ম্যাচ দুটি স্থগিত  রয়েছে।

দুটি ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল লেবাননের রাজধানী বৈরুতে। ম্যাচ দুটি স্থগিত হয়ে পড়ায় তাই এই মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচও খেলা হচ্ছে বাংলাদেশ দলের।

এ বিষয়ে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের কারণে আমরা লেবাননে খেলার কোনও ঝুঁকি নিতে চাইছি না। আবার লেবাননকে ঢাকায় খেলতে বলেছিলাম, ওরাও রাজি হয়নি। এই সময়ে অন্য দলও পাওয়া যাচ্ছে না। আগামী নভেম্বরে ফিফার নির্ধারিত সময়ে নতুন করে বাংলাদেশ খেলার চেষ্টা করবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *