নভেম্বর ৩, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ
বিয়ের মধ্য দিয়ে স্ত্রীর সব দায়দায়িত্ব বর্তায় স্বামীর ওপর। তার কীসে ভালো হবে- সেই ভাবনা স্বামীকেই ভাবতে হয়। বেশির ভাগ স্বামীই জানেন না স্ত্রীকে খুশি রাখার কৌশলগুলো জানেন না। তাই সংসারে কলহ লেগেই থাকে। একটু বুদ্ধি খাটিয়ে স্ত্রীকে খুশি রাখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পরিবারে এসে অনেক স্ত্রীরই মানিয়ে নিতে সময় লেগে যায়। অনেকে আবার শ্বশুরবাড়িতে বিভিন্ন সমস্যা তৈরি করে থাকেন। অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এসব সমস্যা ও দাম্পত্য কলহ থেকে বেঁচে থাকার জন্য স্ত্রীকে খুশি রাখা স্বামীর একান্ত কর্তব্য। স্ত্রীকে খুশি রাখার এসব টিপসই নিচে দেওয়া হলো-
১. গুরুত্ব দিন।
২. প্রশংসা করুন।
৩. উপহার দিন।
৪. ভুল ধরবেন না। ক্ষমা করে দিন।
৫. অনুরোধ রাখুন।
৬. স্ত্রীর কাছে শিখুন।
৭. খোলামেলা হোন।