শীতে এসি থেকে যেভাবে পাবেন গরম বাতাস

শীতে এসি থেকে যেভাবে পাবেন গরম বাতাস

লাইফস্টাইল স্পেশাল

জানুয়ারি ১২, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

এই শীতে কাঁপছে দেশ। আর হু হু করে নামছে তাপমাত্রার পারদ। প্রবল হাড় কাঁপানো শীত সর্বত্র— গ্রাম থেকে শহরেও। একসময় গরমের দাপটে প্রায় বেশিরভাগ বাড়িতে জায়গা করে নিয়েছিল এসি। কিন্তু শীতে একেবারে ঠান্ডায় অকেজো দাম দিয়ে কেনা এসি। তবে জানেন কি—আপনি চাইলেই এসিকে ঘর গরম করার কাজেও ব্যবহার করতে পারেন।

এই শীতে প্রবল ঠান্ডায় মেঝেতে পা রাখাই দায়। তাই নিজেকে মুড়ে রাখতে হচ্ছে সোয়েটার, চাদর ও মাফলারে। কিন্তু অনেকে ঠান্ডা রুখতে কিনে থাকেন রুম হিটার। তবে সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব্যি কাজে লাগানো যেতে পারে এসিকে। তবে জেনে নিন কীভাবে।

আপনি এসিকে বদলে ফেলতে পারেন রুম হিটার হিসাবে। আর এসিকে কাজে লাগিয়ে দিব্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। বেশ কিছু এয়ারকন্ডিশানার রয়েছে, যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। এই প্রযুক্তি বিপরীত চক্রের ওপর ভিত্তি করে এসি গরম করা যায়। যখন আমরা এয়ারকন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভেতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়।

যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং এর পরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়।

প্রসঙ্গত, রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এর পর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে আপনাকে বলে রাখা প্রয়োজন— সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা হলেও ব্যয়বহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *