সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন উর্বশী

বিনোদন স্পেশাল

জানুয়ারি ২০, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

ফের আলোচনায় বলিউড অভিনেত্রী উবর্শী রাউতেলা। তবে এবার কোন বিতর্কিত মন্তব্যের জন্য নয়, বরং ভাইরাল একটি ভিডিও নিয়ে। এই অভিনেত্রীর পোশাক পরিবর্তনের ২৩ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে নেটদুনিয়ায়।

ওই ভিডিওটিতে দেখা যায়, ঊর্বশী বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার কামিজ। গোসলখানার দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাবেন এমন সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়।

কীভাবে মডেল ও অভিনেত্রীর এই সংবেদনশীল ভিডিও নেট দুনিয়ায় চলে এলো তা নিয়ে হচ্ছে জল্পনা-কল্পনা। কে বা কারা দিয়েছে তা নিয়েও চলছে গুঞ্জন। এসব বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন উবর্শী।

ভারতীয় গণমাধ্যম বলিউড বাবলকে এই অভিনেত্রী বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ইচ্ছে করেই প্রকাশ করা হয়েছে। এটি আমার সিনেমার ঘুসপাটিয়ার একটি অংশ। সিনেমাটি মুক্তি পেলেই আপনারা তা দেখতে পাবেন। সিনেমাটি দেখার পর আপনারাই বলবেন, অভিনয় ভালো হয়েছে। সিনেমাটিতে আমার সঙ্গে ভিনিত সিং ও অক্ষয় ওবেরয়কেও দেখতে পাবেন। তারাও খুব ভালো অভিনয় করেছে।’

সেই ভিডিও প্রকাশের গল্প জানিয়ে উর্বশী বলেন, ‘সিনেমাটি হিট না হলে তাদের অনেক ক্ষতি হবে এমনটা আমার ম্যানেজারের কাছে বলেন। সিনেমাটিকে আলোচনায় নিয়ে আসতে তারা পোশাক পরিবর্তনের ভিডিওটির একটি অংশ প্রকাশে অনুরোধ করে। পরে অনুমতি দিলে তারা এটি প্রকাশ করে। এই সিনেমার আরও একটি অংশ প্রকাশ করার কথা রয়েছে’-যোগ করেন উর্বশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *