ডিসেম্বর ২৯, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৫৪০ জন নিহত হয়েছেন। দেশটিতে বন্দুক হামলায় প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১২০ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ‘গান ভায়োলেন্স আর্কাইভ’।
`গান ভায়োলেন্স আর্কাইভ’র তথ্যমতে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত বন্দুক সহিংসতায় ৪২ হাজার ৫৪০ জন নিহত হয়েছেন। অর্থাৎ, প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১২০ জন। নিহতদের মধ্যে ২৩ হাজার ৮৯২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে, বন্দুক হামলায় নিহত হয়েছেন ১৮ হাজার ৬৪৮ জন। আর এখন পর্যন্ত আহত হয়েছেন ৩৫ হাজার ৯৭৩ জন।
আর বন্দুক হামলার সবচেয়ে বেশি নিহত হয়েছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয় অঙ্গরাজ্যে।
গান ভায়োলেন্স আর্কাইভ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৪ সাল থেকে বন্দুক সহিংসতায় প্রতি বছর গড়ে প্রায় ৩৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ২০১৬ থেকে ২০১৮ সালে পর্যন্ত প্রতি বছর গড় প্রাণহানির সংখ্যা ছিলো ৫০ হাজারের বেশি। ২০২২ সালেও এ ধরনের ঘটনায় প্রায় ৪৫ হাজার মানুষ নিহত হন।