নভেম্বর ১১, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। সেই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে হলে একদিনের বিশ্বকাপের লিগপর্বে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভারের ক্রিকেটই হওয়ার কথা। কিন্তু বেঁকে বসেছে সম্প্রচারকারী সংস্থা।
সম্প্রচারকারী সংস্থা ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি চাইছে না। তারা চাইছে এই প্রতিযোগিতা হোক টি ২০ ক্রিকেট।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, ভারতের সম্প্রচারকারী সংস্থা আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি ২০ ক্রিকেট চাইছে। সেটার বড় কারণ আগামী বছরের টি ২০ বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
জুন মাসের সেই প্রতিযোগিতায় খেলা যে সময় হবে, তা ভারতীয় দর্শক টানার পক্ষে সুখকর নয়। কারণ যুক্তরাষ্ট্র ও ভারতের সময়ের ব্যবধান অনেকটাই। তাই ওখানে সকালে খেলা হলেও ভারতে সেই ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক টি ২০ ক্রিকেট। যে প্রতিযোগিতা হওয়ার কথা পাকিস্তানে।