সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়লো ৩১৮ মিলিয়ন ডলার

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বাড়লো ৩১৮ মিলিয়ন ডলার

অর্থনীতি স্লাইড

জুন ২১, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ

এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১৮ মিলিয়ন ডলার বেড়েছে, যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী গত ১২ জুন রিজার্ভ ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন ডলার।

এদিকে, চলতি মাসের শেষের আগে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কাছ থেকে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার পাবে।

আইএমএফ জুনের শেষ সপ্তাহে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তিতে ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ছাড় করতে পারে। এছাড়া বিশ্বব্যাংক বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দিতে যাচ্ছে। এতে রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *