সৌন্দর্য বর্ধনে যেভাবে মেকআপ করবেন

সৌন্দর্য বর্ধনে যেভাবে মেকআপ করবেন

লাইফস্টাইল স্পেশাল

অক্টোবর ৩০, ২০২৪ ৬:২৮ পূর্বাহ্ণ

সুপার হিট নায়িকাদের মতো নিজের সৌন্দর্য বর্ধনে মেকআপের বিকল্প নেই। সাদামাটা মেকআপ করেও তারকাদের চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করতে পারেন।

টিন্টেড ময়েশ্চারাইজার ও সিরাম

টিন্টেড ময়েশ্চারাইজার ব্লেন্ড করার ব্যাপার নেই, সাধারণ ময়েশ্চারাইজারের মতোই মেখে নিতে পারবেন। প্রাইমার আর ফাউন্ডেশন বাদ দিয়েও মুখ উজ্জ্বল হবে। মুখের আর্দ্রতা থেকে জেল্লা দুই-ই ধরে রাখতে সিরাম লাগিয়ে নিন। মুখে র‌্যাশ বা ব্রণর সমস্যা থাকলে, তার উপর মেকআপ করার আগে সিরাম লাগিয়ে নেওয়া জরুরি।

চোখে কাজল

চোখের সৌদন্দর্য বাড়াতে ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ থেকে শুরু করে নানা ধরনের কাজল পাওয়া যায়। চোখের নীচের পাতার বাইরের দিকের কোনা থেকে কাজল পরা শুরু করুন। চোখ যদি ছোট হয়, ভিতরের দিকের কোনায় কাজল পরবেন না। তাতে চোখ আরও ছোট দেখাতে পারে। ইচ্ছে করলে চোখের উপরের পাতাতেও আই লাইনারের বদলে কাজল পরতে পারেন।

মাস্কারায় উজ্জ্বল হবে চোখ

কাজল পরার পর মাস্কারা অবশ্যই পরবেন। এতে চোখ অনেক বেশি স্পষ্ট হবে। বড় ও উজ্জ্বল দেখাবে। ঘন কালো মাস্কারাই ভালো।

লিপ বাম

একেবারে হালকা মেক আপের সঙ্গে লিপস্টিক কিন্তু মানায় না। রাতের বেলা ন্যুড রঙের লিপস্টিক মাখলেও মাখতে পারেন। হালকা প্যাস্টেল শ্লেডও ভালো মানাবে। কিন্তু দিনের বেলা লিপ বাম দিলেই ভালো।

কেশসজ্জা

চুলের সামনের দিকটা মেসি রেখে পেছনে একটা বান করতে পারেন। অথবা মাঝখানে সিঁথি করে একদম টানটান করে চুল বাঁধলেও ভালো লাগে। আলিয়া এমন ভাবে চুল বাঁধতে পছন্দ করেন। গরমের দিনের জন্য স্বস্তিদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *