রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বিভিন্ন ভোটার কার্ডে ভোটারের ছবির জায়গায় ‘লারিসা নেরি’ নামের ওই মডেলের ছবি দেখা গেছে। এ ক্ষেত্রে নামের জায়গায় ভিন্ন ভিন্ন হিন্দু নাম ব্যবহার করা হয়েছে।
হরিয়ানায় গত বছর অনুষ্ঠিত নির্বাচনে ১০টি কেন্দ্রে ২২ বার ভোটার কার্ডে নেরির ছবি ব্যবহার করে ভোট দেওয়া হয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে ভোটার তালিকা ও ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, হরিয়ানার একাধিক কেন্দ্রে এক নারী-ভোটার কার্ডে ব্রাজিলীয় মডেলের ছবি থাকলেও তার নাম ভিন্ন ভিন্ন হিন্দু নাম দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ে সহায়ক হয়েছে।
গান্ধী বলেন, ওই ছবির নারী একই ছবি ব্যবহার করে ১০টি বুথে ২২বার ভোট দিয়েছেন, এবং নামের জায়গায় বিভিন্ন নাম যেমন সীলা , সুইটি , সরস্বতী , রেশমি ইত্যাদি ব্যবহার করেছেন।
তিনি আরও দাবি করেছেন, হরিয়ানায় মোট ভোটার সংখ্যা প্রায় দুই কোটি, এবং তার মধ্যে ২৫ লক্ষ ভুয়া ভোট বা ভুল ভোটার এন্ট্রি রয়েছে; অর্থাৎ একহারে আট জন ভোটারের মধ্যে একজন জাল।
উল্লেখ্য, ওই ব্রাজিলীয় মডেলের ছবিটি প্রথম পাওয়া গেছে একটি স্টক ইমেজ ওয়েবসাইটে, যেখানে ফটোগ্রাফার মাথিউস ফের্রেরো নামের একজন ব্রাজিলীয় ছিলেন।
কিন্তু ভারতের নির্বাচন কমিশন (ECI) এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের যুক্তি ভোট অনুষ্ঠিত হওয়ার সময় কোনও রাজনৈতিক দলের বুথ-এজেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি বা রিফারেন্স দায়ের করা হয়নি।
নকল বা ভুল ভোটার তালিকার কারণে ভোট অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাস ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা উত্থাপিত হয়েছে।
বিষয়টি ভোটার তালিকার হালনাগাদ ও যাচাইকরণের ব্যবস্থার দুর্বলতাও প্রবল প্রশ্ন তুলেছে।
রাজনৈতিকভাবে এটি বড় বিষয় হয়ে উঠেছে, কারণ সংশ্লিষ্ট নির্বাচনে বিজয়ের ব্যবধানও অত্যন্ত কম ছিল।
রিপোর্টারর্স২৪/এসসি