রিপোর্টার্স২৪ডেস্ক: পার্থ টেস্টে আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন জেমি স্মিথ। অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার ব্রেন্ডন ডগেটের ২৮তম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে পুল করতে যান স্মিথ। বলটি উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়তেই জোরালো আবেদন জানায় অস্ট্রেলিয়া। তবে মাঠের আম্পায়ার নীতীন মেনন সাড়া না দেওয়ায় রিভিউ নেয় তারা। ১৫ রানে থাকা স্মিথ আউট কি না, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব পড়ে টিভি আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের ওপর।
প্রথম ফুটেজ দেখেই ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন স্মিথ, সম্ভবত তিনিও বুঝেছিলেন বল ব্যাটে লেগেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে থেমে যান তিনি, কারণ স্নিকোর ফুটেজের ফ্রেমগুলো ঠিকমতো মিলছিল না। প্রায় পাঁচ মিনিট পর্যালোচনা করে শরফুদ্দৌলা নীতীন মেননের সিদ্ধান্ত বদলে স্মিথকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তটি সঙ্গেসঙ্গেই ক্ষোভ তৈরি করে ইংল্যান্ড সমর্থকদের মধ্যে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের লাইভ বিবরণীতে এই সিদ্ধান্তকে "হাস্যকর" উল্লেখ করে লেখে, এমন কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে মাঠের সিদ্ধান্ত বদলানো যায়। প্রযুক্তিও ঠিকমতো কাজ করছিল না।
বিবিসির ধারাভাষ্যকার হেনরি মোয়েরান এক্স-এ লেখেন, স্মিথের হাঁটা দেখেই ধারণা হয় সে হয়তো ব্যাটে লাগিয়েছে। কিন্তু শুধু এটুকুর ওপর ভিত্তি করে আউট দেওয়া ঠিক হয়নি।
ইএসপিএনক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হয়, পুল শটের সময় একটি শব্দ শোনা গেলেও ফুটেজের ফ্রেমগুলো ঠিকভাবে মিলছিল না। শরফুদ্দৌলা জুম করে আগের-পেছনের ফুটেজ যাচাই করে নিশ্চিত হন, স্পাইকটি ব্যাটের সংস্পর্শের ফলেই এসেছে। এরপরই তিনি স্মিথকে আউট ঘোষণা করেন।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ড্যারেন লেম্যান এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। ইংল্যান্ডের সাবেক স্পিনার ফিল টাফনেলও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটা স্পাইকই না, এত দুর্বল প্রমাণে সিদ্ধান্ত বদলানো যায় না। যদি সিদ্ধান্ত নিতে এত সময় লাগে, সেটাই প্রমাণ করে আউট নয়।
তবে বিশ্বসেরা আম্পায়ারদের একজন, আইসিসির সাবেক বর্ষসেরা সাইমন টফেল ভিন্ন মত দিয়েছেন। অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন এ তিনি বলেন, আরটিএস প্রযুক্তির নীতি অনুযায়ী বল ব্যাট ছাড়িয়ে যাওয়ার পর পরের ফ্রেমে স্পাইক দেখা মানেই ব্যাটসম্যান আউট। শরফুদ্দৌলা ঠিক সিদ্ধান্তই দিয়েছেন। শুধু সময় একটু বেশি লেগেছে।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ম্যাচের ফল যাই হোক, জেমি স্মিথকে আউট দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে আগামী কয়েক দিন যে বিতর্ক চলবে, তা বলাই যায়।
রিপোর্টার্স২৪/বাবি