রিপোর্টার্স২৪ডেস্ক: আলাদা হল নির্মাণের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভূমিকম্পের পর তারা কাঁথা–বালিশ নিয়ে সড়কে বসে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা হলে ফিরে যান।
জানা গেছে, শুক্রবারের ভূমিকম্পে ক্যাম্পাসের লতিফ হল ক্ষতিগ্রস্ত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এরপর শনিবার সকাল ও সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হলে নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শিক্ষার্থীরা নতুন হল নির্মাণের দাবিতে সড়কে বসেছিলেন। প্রায় আধা ঘণ্টা পর তারা হলে ফিরে যান। পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রিপোর্টার্স২৪/বাবি