রিপোর্টার্স২৪ডেস্ক: সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসের দেয়ালে ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হওয়া সর্বশেষ ভূমিকম্পের পর রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় তারা ভবনের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভও করেন।
ভূমিকম্পের পর দেখা যায়, হলের বিভিন্ন দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের তীব্র উদ্বেগ দেখা দেয়।
আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার বলেছেন, চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারি। পরে আমরা সবাই নিচে অবস্থান করে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।
হলের আরেক শিক্ষার্থী মোকারমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরও বেড়েছে। খুব দ্রুত এর প্রতিকার চাই।
হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। কালকের মধ্যে বিষয়টি দেখা হবে।
হলের অফিস সহকারী মুনমুন দাবি করেন, হলের অবস্থা তেমন খারাপ নয়। যে অংশটি খসে পড়েছে সেটি আগেই দুর্বল ছিল বলেই ভেঙেছে।
টানা কয়েক দফা ভূমিকম্পে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়ে। তারা অবিলম্বে হল ভবনের নিরাপত্তা পরীক্ষা, ক্ষতিগ্রস্ত অংশের জরুরি সংস্কার এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি