রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৩০০ গ্রাম স্বর্ণালংকারসহ নূরুল আলম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়ালও উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছর শাহজালাল বিমানবন্দর থেকে মোট ২৮ কেজি ৫০৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।
এপিবিএনের ভাষ্যমতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরুল আলম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাঁর গলায় ঝোলানো ব্যাগ, পরনের জোব্বা এবং পায়জামার ডান পকেট থেকে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের ওজন ২১, ২২ ও ২৪ ক্যারেটের মোট ১,৩০০ গ্রাম। এছাড়া পাওয়া ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়ালের বাংলাদেশি মূল্য প্রায় ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা (১ রিয়াল = ৩২ টাকা ৬৮ পয়সা ধরে)।
এপিবিএন জানায়, নূরুল আলম আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। চক্রটি বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সোনা আনে এবং নূরুল এসব সোনা বিমানবন্দর থেকে রিসিভ করতেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানও তারই অংশ।
রিপোর্টার্স২৪/বাবি