রিপোর্টার্স২৪ডেস্ক: জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর গণভোটে ‘হ্যাঁ’এর পক্ষে থাকা মানে পরিবর্তনের পক্ষে থাকা, আর যারা ‘না’-এর অবস্থান নেবেন তারা অতীতের বস্তাপচা রাজনীতি ফিরিয়ে আনতে চান। তিনি বলেন, আমরা চাঁদাবাজি করি না, আগামীতেও করব না-ইনশাআল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সব শ্রেণি-পেশার মানুষের মুখে এখন দাঁড়িপাল্লার জোয়ার। দীর্ঘ সময় জনগণের কাছ থেকে দাঁড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল। পরিবর্তিত বাংলাদেশে এটি গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, পট পরিবর্তনের পর জামায়াত কাউকে জুলুম করতে দেয়নি এবং জনগণকে ধৈর্য ধরতে উৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অনেক তরুণ জীবনে একবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এবার জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। কেউ তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে তিনি সতর্ক করে দেন।
দুর্নীতি ও বিলাসিতা বর্জনের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আমাদের জনপ্রতিনিধিরা সরকারি বাড়ি বা ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। প্রতিনিধির বিলাসী জীবন আল্লাহ পছন্দ করেন না। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব - এ নীতি আর চলবে না। এবার যার ভোট সেই দেবে। আমরা মজলুমের পক্ষে লড়ব, কারও জুলুম হতে দেব না।
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।
রিপোর্টার্স২৪/বাবি