রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজও চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সর্বশেষ সূচকে দেখা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়ায় ২০৭—যা আন্তর্জাতিক মান অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’।
এদিনও বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ৩৪২ একিউআই নিয়ে শহরটির বাতাস ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতের আরেক নগরী কলকাতা, যার স্কোর ২২৫ এটিও ‘খুবই অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোর এবং চতুর্থ অবস্থানে থাকা ঢাকা উভয় শহরের বাতাসই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ঢাকার দূষণের বড় কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫–এর মাত্রাতীত উপস্থিতি। আজ সকালে রাজধানীর বাতাসে পিএম ২.৫–এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মানের তুলনায় ২৬ গুণেরও বেশি ছিল। যা বিশেষজ্ঞদের মতে জীবনঘাতী পর্যায়ের ঝুঁকি নির্দেশ করে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার পাঁচটি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি দেখা যায়, এবং সবগুলোই ‘খুবই অস্বাস্থ্যকর’পর্যায়ে। এগুলো হল যথাক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫৪), দক্ষিণ পল্লবী (২৪৩), কল্যাণপুর (২২১), মাদানি সরণির বেজ এজওয়াটার (২০৯), বেচারাম দেউড়ি (২০৭)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম