মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেছেন, উন্নয়নের মূল শক্তি হলো শেয়ারিং এন্ড কেয়ারিং নীতি। সকল দপ্তরের সমন্বয়, আন্তরিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলেই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব।
মঙ্গলবার (২রা ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়নের গতি বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন আমরা জনগণের সেবক। তাই প্রত্যেকটি দাপ্তরিক কাজে মানবিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রোকৌশলী ফেরদৌস আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাম্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মানজির, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
মতবিনিময় সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তারা নিজেদের মতামত, সমস্যা ও দাপ্তরিক চ্যালেঞ্জ তুলে ধরেন। সভা শেষে জেলা প্রশাসক সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোল্লাহাটকে আরও জনবান্ধব প্রশাসনিক কাঠামো হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/মিতু