রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইমরানের শারীরিক অবস্থায় কোনো সমস্যা নেই, তবে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং ‘মানসিক নির্যাতনের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
কারা কর্তৃপক্ষ দিনটিতে উজমাকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হন। প্রায় ৩০ মিনিটের সাক্ষাতে ইমরান জানান, তিনি সারাদিন কক্ষে আবদ্ধ থাকেন এবং খুব অল্প সময়ের জন্যই বাইরে যেতে দেওয়া হয়। পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ নেই বলেও উজমা জানিয়েছেন।
এদিকে ইমরানের সাক্ষাৎঅধিকার সীমিত করার প্রতিবাদে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের সামনে পিটিআই সমর্থকরা বিক্ষোভ করেন। দলটির অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদী বলেন, ২৭ অক্টোবরের পর থেকে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারাবাহিক বিক্ষোভের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৪৪ ধারা জারি করেছে। এতে চারজনের অধিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। -ডন
রিপোর্টার্স২৪/এসসি