নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি বাড়িতে আগুন লেগে ১১টি বাড়ি পুড়ে গেছে। এতে গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) নামের এক প্যারালাইজড বৃদ্ধা ঘর থেকে বের হতে না পারায় ভেতরে পুড়ে মারা যান।
স্থানীয়রা জানায়, প্রথমে গুচ্ছগ্রামের একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। খানিকক্ষণের মধ্যেই আগুন আশেপাশের বাড়িগুলো ছুঁয়ে পড়ে এবং মুহূর্তেই সব কিছু ঝলসে যায়। উপস্থিত লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ঘটনাস্থল পরিদর্শনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিনসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা যান। তারা জানান, ১১টি বাড়ি, ৭টি গরু, কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে দ্রুত সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন জটিল প্যারালাইজড রোগে ভুগছিলেন এবং দ্রুত ঘর থেকে বের হতে পারেনি। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে ধরে নেওয়া হয়েছে, তদন্ত এখনও চলমান।
রিপোর্টার্স২৪/বাবি