যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান।
অবশেষে সেই আহ্বানে সাড়া দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়।
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস তার ফেসবুক পোস্টে লিখেছেন—
“শুল্ক আরোপের বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত রাখার অনুরোধে সাড়া দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। আপনার বাণিজ্যনীতিকে সম্মান জানিয়ে আমরা আপনার প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যেতে আগ্রহী।”
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |