সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ
এশিয়া কাপে সবচেয়ে বেশি ধকল গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। চারটি ম্যাচ খেলতে দলকে ভ্রমণ করতে হয়েছে তিনটি দেশ। দশ দিনের ব্যবধানে এই ম্যাচগুলো খেলার পর সুপার ফোরের শেষ ম্যাচের আগে ৫ দিনের বিরতি পেয়েছেন ক্রিকেটাররা।
ধকল কাটিয়ে ফুরফুরে রূপে ফেরার জন্য তিন দিনের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। এই বিশ্রামের সময় হোটেলে জিম-পুল সেশনসহ রিহ্যাব চলবে। গরমের মধ্যে টানা খেলার ফলে কয়েকজন ছোটখাটো ইনজুরিতে ভুগছেন। এ সময় তাদের নিয়ে কাজ করবেন ফিজিও।
দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট। ১৩ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে দল। একই দিন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমেরও যোগ দেয়ার কথা রয়েছে। তারা আজ (রোববার) ছুটি কাটানোর উদ্দেশ্য কলম্বো ত্যাগ করেন।