অক্টোবর ৩১, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ে সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। তবে এরপর থেকেই ছন্দপতন। টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ হেরেছে টাইগাররা। আছে টেবিলের তলানির দিকে।
নিজেদের সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ। এমন ভরাডুবিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা খেলার সুযোগ পাবে কি-না তাও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন বিশ্বকাপে বাকি তিন ম্যাচ জিতে এখন সেই অনিশ্চয়তাই ঘোচাতে চায় সাকিব বাহিনী।
সে লক্ষ্যেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে এর আগে এসেছে দুঃসংবাদ। আজ অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে টাইগার অধিনায়ক বড় ধরণের কোনো চোট পেয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ কলকাতায় অনুশীলন সেরেছে টিম টাইগার্স। বাবরদের বিপক্ষে ম্যাচের আগে নিজেকে প্রস্তুত করতে গিয়েই ঘাড়ে ব্যাথা পেয়েছেন সাকিব। অনুশীলনের সময় ঘাড়ে অস্বস্তি অনুভব করার পর মাঠেই চিকিৎসা নিয়েছেন তিনি।
টাইগার অধিনায়কের ঘাড়ে শুশ্রূষা করতে দেখা যায় দলের সঙ্গে থাকা ফিজিওকে। এরপর পুনরায় অনুশীলনে ফিরলেও সে অস্বস্তি থাকায় বিশ্বসেরা অলরাউন্ডারের ঘাড়ে স্প্রে করা হয়েছে। তবে সাকিবের এই চোট গুরুতর কিছু নয় বলেই মনে করা হচ্ছে।