অবরোধে ৩১ যানবাহন আগুন দিয়েছে বিএনপি-জামায়াত

অবরোধে ৩১ যানবাহন আগুন দিয়েছে বিএনপি-জামায়াত

রাজনীতি

নভেম্বর ৭, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসসহ অন্তত ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। প্রথমদিন ১৯টি ও দ্বিতীয় দিন ১২টি যানবাহন পোড়ানো হয়েছে। এছাড়া পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার রাতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। তবে অবরোধ শুরুর আগেই শনিবার সন্ধ্যার পর থেকে রাজধানীতে বাসে আগুন দিতে শুরু করে দুর্বৃত্তরা।

এদিকে, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে মিল রেখে অবরোধ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি-জামায়াত। সেদিন বেশ কয়েকটি স্থানে হামলা-ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালায় তারা। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয়।

পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। হরতালের পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা অবরোধ শেষে ৮ ও ৯ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করে দল দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *