আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের। এর আগে, গত ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে কেউবা হেঁটে দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। এ আসা আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজক কমিটির মুরুব্বিরা।

এদিকে, মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশেপাশের সড়কে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো একই নিরাপত্তা ব্যবস্থা এ পর্বেও অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *