ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
যেকোনো সম্পর্কই টিকিয়ে রাখা বেশ কঠিন। আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধব সকলের সঙ্গেই সম্পর্ক ঠিক রাখতে অবশ্যই সব সময় বেশ কিছু কথা মাথায় রাখতে হবে।
সম্পর্ক দৃঢ় রাখতে কী কী বিষয় মাথায় রাখবেন, জেনে নেয়া যাক-
যত প্রিয় মানুষই হোক না কেন, নিজের গোপন কথা কখনো কাউকে বলবেন না। যতোই কাঠের বন্ধু বা আত্মীয় হোক না কেন নিজের গোপন কথা কখনই ফাঁস করা উচিত নয়।
নিজের আর্থিক পরিস্থিতি সব সময় গোপন রাখতে হবে। নিজের আয় বা ব্যয় সম্পর্কে কখনই কাউকে বলা চলবে না। এতে নিজের দুর্বলতা সকলে জেনে যেতে পারে।
আপনার সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব থাকলে সেই বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার করা উচিত নয়। এটি আপনার ব্যক্তিগত জীবন এই ধরনের কথা সকলকে বললে সম্পর্কের উপর প্রচুর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নিজের শারীরিক সমস্যা সবার সঙ্গে ভাগ করবেন না। গোপন রাখুন। এতে মানসিক চাপ বাড়ে। এবং আপনার শারীরিক সমস্যার ব্যাপারে সকলে মতামত দেয় যার ফলে আরও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।
আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের বিষয়ে অন্যদের জানানোর প্রয়োজন নেই। এতে নেচিবাচকতা ও হিংসার সৃষ্টি হতে পারে।